ajkalerbarta
08th Oct 2022 9:01 pm | অনলাইন সংস্করণ
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় দশ হাজার পাঁচশ একত্রিশ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ৫ম বারের মতো স্বল্পমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের আইটেম বাড়ানোর দাবি সাধারণ মানুষের।
শনিবার (৮ অক্টোবর) হাকিমপুর পৌর সভার (১,২,৬) ওয়ার্ডের জন্য হিলি স্থলবন্দরের ট্রাক মালিক সমিতির নিচ তলায় টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।
টিসিবির পণ্য নিতে আসা সাধারণ মানুষরা বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। তাই কমদামে এইসব পণ্য কিনতে পেরে আমরা খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। প্রতিমাসে এইসব পণ্য যদি দেয়া হতো তাহলে আমাদের মত সাধারণ মানুষের উপকার হতো বলে দাবি তাদের।
এসময় উপস্থিত ছিলেন, টিসিবির পণ্য বিক্রির ট্যাগ অফিসার ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন ও টিসিবি পণ্য বিক্রির ডিলার আলম হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৩১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ৫ম বারের মতো এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪০৫ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী ১২ দিন পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য বিতরণ করা হবে।