শায়খ মাহমুদুল হাসান: কেউ কেউ আমাদের কাছে প্রশ্ন করেন যে, বিতর নামাজে অনেক সময় দোয়া কুনুত পড়তে ভুলে যাই। এখন কথা হলো- দোয়া কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদাহ দিতে হবে? নাকি নামাজ পুনরায় পড়তে হবে?
এই প্রশ্নের উত্তর হলো- দোয়া কুনুত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি ইমাম আবু হানিফা (রহ.)-এর মাজহাব অনুযায়ী বছরের প্রতিদিনই দোয়া কুনুত পড়তে হয়। এবং দোয়া কুনুতকে ওয়াজিব হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেটা ফরজের চেয়ে নিচে এবং সুন্নাতের চেয়ে উপরে। ওয়াজিব যদি নামাজে মিস হয়ে যায়, তখন সাহু সিজদার মাধ্যমে— সেটার ক্ষতিপূরণ করে নিতে হয়। এজন্য আপনি যদি দোয়া কুনুত ভুলে গিয়ে থাকেন, তাহলে সাহু সিজদা দেওয়াটাই উত্তম হবে। এবং এর মাধ্যমে ক্ষতিপূরণ হয়ে যাবে। নামাজে যে অসুবিধা হয়েছিল সেটা দূর হয়ে যাবে। (সূত্র : ফাতাওয়া কাজিখান ১/৫৮)