ajkalerbarta
07th Oct 2022 5:19 pm | অনলাইন সংস্করণ
ফরিদপুরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২ মণ ৩৪ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ইলিশগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
আজ শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন মৎস্য অফিসের কর্মচারীগণ। এ সময় ইলিশ মাছ কেনাবেঁচার দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মাঝে নির্দেশনামূলক বার্তা প্রদান করা হয়েছে। এছাড়া আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Array