অনলাইন ডেস্ক:
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও চেং সতর্ক করেছেন যে তাদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান বা ড্রোন প্রবেশের ঘটনাকে ‘প্রথম হামলা’ হিসেবে দেখা হবে। বুধবার তিনি এই সতর্কবার্তা দেন।
চীনের সাম্প্রতিক সামরিক চাপ মোকাবিলা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিউ কুও চেং। তাইওয়ানের এমপিদের সামনে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী চীনা সামরিক বিমান আকাশসীমায় প্রবেশ করলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে কিছু উল্লেখ করেননি।
তাইওয়ানে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর প্রায়ই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান ওড়ায় চীন। চিউ কুও চেং বলেন, ‘এর আগে আমরা বলেছিলাম যে চীন আগে শেল নিক্ষেপ বা গুলি না চালালে তাইওয়ান আগে থেকেই কখনো গুলি চালাবে না, বা প্রথমে হামলা চালাবে না। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। চীনা ড্রোন আমাদের আকাশসীমায় দেখা গেলেও পদক্ষেপ নেওয়া হবে।’
— সিএনএন
Array
 
  
  
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
