এখন আর প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি । তবে যারা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেন বা গুজব ছড়ান, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে আমরা ইতিমধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটিবিচ্যুতি হয়েছে কি না এবং কীভাবে তা আমরা মোকাবিলা করেছি, সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা সারা দেশে সঠিকভাবে সম্পন্ন করতে চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, তা-ও শুধরে নেয়ার চেষ্টা করা হবে। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সাংবাদিক, অভিভাবক ও সব শিক্ষকের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
এ সময় চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক অজয় ভৌমিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Array