বার্তা কক্ষ
03rd Oct 2022 11:01 pm | অনলাইন সংস্করণ
নিজেস্ব প্রতিবেদক :
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। ১৪ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ১৯২ টাকায় বিক্রি হয়েছে।কিন্তু খুচরা বাজারে এর দাম না কমার আশংকা রয়েছে বলে অনেক ক্রেতা জানান।
এছাড়াও ৫ লিটারের বোতল ৮৮০ টাকা ও খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
খুচরা বাজার করতে আশা জিয়াসমিন আক্তার বলেন, দাম কমে ঠিকি কিন্তু কিছু অসাধু ব্যাবসায়ীরা পূর্বের দামেই বিক্রি করেন। যা পূর্বে অনেক দেখেছি। সঠিক ভাবে বাজার তদারকি করলে ক্রেতাদের সমস্যায় পড়তে হবে না।
আজকালের বার্তা / এফ.জে
Array