ajkalerbarta
03rd Oct 2022 12:24 pm | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন । আজ সোমবার বাংলাদেশ সময় ভোর চার টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ওয়াশিংটন ছেড়ে আসে। এরমধ্য দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সরকারি সফর।
যুক্তরাষ্ট্রের ডালাস এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত ।
দেশে ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে আজ সোমবার দিনগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সূত্র: বাসস
Array