মিয়ানমার-বাংলাদেশের তুমব্রু সীমান্তের নোম্যানস ল্যান্ডে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।
কোনার পাড়া সীমান্তে থাকা মো. আয়ুবের ছেলে ফারুকের মরদেহ উদ্ধার রোববার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পূর্বে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে তার দাফন সম্পন্ন হয।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের রোহিঙ্গা শিবিরের মাঝি আবদুর রহিম জানান, ওমর ফারুক ও মো. আবদু ইয়্যা নামে দুই রোহিঙ্গা সকালে তুমব্রু সীমান্তে পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয়। এসময় সীমান্তে মিয়ারমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওই রোহিঙ্গা যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে মারা যায়। তবে এ ঘটনায় আরেক জন্য প্রাণে রক্ষা পায়।
বেঁচে যাওয়া যুবকের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সেখানে সীমান্তের একটি কবরস্থানে দাফন করা হয়।
সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকতা বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর গোয়েন্দাদের কাছ থেকে শুনেছি। বিষয়টি কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, ‘মাইন বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’
গত ১৭ সেপ্টম্বর শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলে মোহাম্মদ ইকবাল (১৮) নামে একজন রোহিঙ্গা নিহত হয়। তার আগের দিন (১৬ সেপ্টেম্বর) তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক আহত হন। এ ঘটনায় আরও ৬ জন আহত হন।
গত পাচঁ বছর ধরে তুমব্রু সীমান্তে বিপরীতে শূন্যরেখায় আশ্রয়শিবির গড়ে তুলে বসবাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত ৪ হাজার ২০০ জনের বেশি রোহিঙ্গা। আশ্রয়শিবির ঘেঁষে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড় রয়েছে। পাহাড়ের ওপর দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একাধিক তল্লাশি চৌকি রয়েছে।
Array