কিশোরগঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় কিশোরগঞ্জ জেলা সদরস্থ আখড়া বাজার শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষীনারায়ণ জিউর আখড়া মন্দিরে পুলিশের উপর মাদকাসক্ত বখাটে ছেলেদের হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (২ অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে এই হামলা চালায় কয়েকজন মাদকাসক্ত।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা সদরস্থ আখড়া বাজার শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষীনারায়ণ জিউর আখড়া মন্দিরে কিছু স্থানীয় বখাটে ছেলে মাদকাসক্ত হয়ে মন্দিরে ঢুকে হট্টগোল শুরু করে। তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তাদের বাধা দিলে তারা পুলিশ ও আনসার সদস্যকে মারধর করে দৌড়ে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষার মাধ্যমে দুস্কৃতিকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
Array