ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষ ও পদদলিত হয়ে ১২৯ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২০০ জন ।
গতকাল শনিবার রাতে দুইদলের সমর্থকদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে। আজ রোববার এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ প্রশাসন জানা গেছে, পূর্ব জাভা’র স্টেডিয়ামে চলছিলো ফুটবল ম্যাচ। খেলায় পার্সিবেয়া সুরাবায়া টিমের কাছে হেরে যায় আরমেয়া এফসি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই তারা নেমে যান মাঠে। জড়িয়ে পড়েন প্রাণঘাতী সংঘাতে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও হয় হতাহতের ঘটনা।
নিরাপত্তা বাহিনী জানায়, ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যসহ’ প্রাণ হারিয়েছেন ৩৪ জন। বাকিদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয়। চিকিৎসকদের আশঙ্কা, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানি।
প্রাথমিক তদন্তে বলা হয়, স্টেডিয়াম থেকে বের হওয়ার একটাই পথ ছিলো। সংঘর্ষের কারণে সেখানে ভিড় জমে যায়। পদদলিত হয়ে অক্সিজেনের অভাবে হয় বেশিরভাগ মৃত্যু। এ ঘটনায় বিআরআই লিগা ওয়ান এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।
Array