আন্তর্জাতিক ডেস্কঃ
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে আবারও সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। দেশটির সেনারা সামরিক সরকারের প্রেসিডেন্ট পল-হেনরি দামিবাকে উৎখাত করেছে বলে জানিয়েছে।
এ নিয়ে চলতি বছরই বুরকিনা ফাসোতে এটি দ্বিতীয় অভ্যুত্থানের ঘটনা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাতে খাকি পোশাক ও মাস্ক পরিহিত সশস্ত্র সেনারা রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে হাজির হয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে।
এর আগে শুক্রবার ভোরে রাজধানী ওগাদুগুর একটি সামরিক ক্যাম্পে গোলাগুলিরও ঘটনা ঘটে।
বুরকিনা ফাসোর নতুন নেতা হচ্ছেন ৩৪ বছর বয়সী সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। তিনি বলেন, সেনা কর্মকর্তাদের যে দলটি জানুয়ারিতে দামিবার ক্ষমতা দখলে সহায়তা করেছিল, তারাই ইসলামি জঙ্গিদের মোকাবেলায় অদক্ষতার কারণে দামিবাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
একটি বিবৃতিতে বুরকিনা ফাসোর সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা আমাদের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অভ্যুত্থানের পর পূর্ববর্তী প্রেসিডেন্ট দামিবা কোথায়, কী অবস্থায় আছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা জানা যায়নি।
মালি, শাদ ও গিনিসহ আফ্রিকার সাহেল অঞ্চলে ২০২০ সাল থেকেই একের পর অভ্যুত্থান দেখে যাচ্ছে। এই অঞ্চলগুলো জঙ্গিদের তৎপরতা বেশি।
সূত্র: এনডিটিভি
আজকালের বার্তা/ এফ.জে
Array