মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : বর্তমান সময়ের আলোচিত ঘটনা হলো চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর বাচ্চা ।সন্তানকে সামনে আনার একদিন পর একসঙ্গে শুটিংয়ে ফিরছেন সুপারস্টার শাকিব খান ও আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
আগামীকাল থেকে দীর্ঘদিনের থেমে থাকা ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে শাকিব-বুবলী শুটিংয়ে অংশ নেবেন। (১ অক্টোবর) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে তারা শুটিংয়ে অংশ নেবেন বলে খবর চাউর হয়।
তবে সিনেমাটির নির্মাতা তপু খান বলছেন ভিন্ন কথা। তিনি দৈনিক তৃতীয় মাত্রাকে বলেন, ঢাকাইতে বাকি থাকা গানের শুটিং হবে। তবে থাকবে কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে ।
ঢাকাতেই শুটিং হবে নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেই সিনেমার গানের শুটিং হবে। থাকবে কঠোর নিরাপত্তা। আমরা সব ব্যবস্থা করেছি ।
তিনি আরও বলেন, চলমান ঘটনার জন্য শাকিব ভাই চাচ্ছেন না কোন সাংবাদিক কিংবা বাহিরের লোকজন এসে ভিড় করুক। হোটেল কর্তৃপক্ষ আমাদের ১৫ জন লোক থাকার অনুমতি দিয়েছেন। শুটিংয়ে যাদের একান্ত দরকার তারাই থাকছেন। বাড়তি কেউ থাকার সুযোগ নেই।
‘লিডার: আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার সিনেমা। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।
এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক দিন ধরে সমালোচনায় বুবলী। সেইসঙ্গে উঠে আসে শাকিব খানের নাম। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক চর্চা। নানা নাটকীয়তার পর অবশেষে সন্তানের কথা স্বীকার করলেন শাকিব-বুবলী।
শাকিব খান এবং বুবলীর সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উভয়ই সন্তানের কথা ফেসবুকের মাধ্যেমে স্বীকার করেছেন। দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে সংক্রান্ত অন্য কোনো তথ্য দেননি তারা। যার ফলে বিয়ে ও সন্তানের পর শাকিব-বুবলীর বিচ্ছেদের খবর আসে! তবে এ ব্যাপারে তারা কেউই এখনো মন্তব্য করেননি।
অন্যদিকে, শাকিব-রাত্রি দম্পতির প্রথম সন্তানের নাম হলো রাহুল। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর দুই সন্তান আব্রাম খান জয় ও শেহতাজ খান বীরকে স্বীকৃতি দিলেও তার প্রথম সন্তান রাহুলকে এখনো স্বীকৃতি দেয়নি কিং খান খ্যাত শাকিব! এ নিয়ে রাত্রি কিছু না বললেও বুবলীর সন্তানের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলছেন। এখন দেখার পালা এসব নাটকের শেষটা কোথায়?
Array