করতোয়া নদীর আউলিয়ার ঘাটে দ্রুত ব্রীজ নির্মাণ করা হবে । রেলপথমন্ত্রী ও পঞ্চগড়—২ আসনের সংসদ সদস্য এ্যাড. নূরুল ইসলাম সুজন বলেছেন,‘‘ করতোয়া নদীর আউলিয়ার ঘাটে দ্রুত ব্রীজ নির্মাণ করা হবে। ইতোমধ্যে এই ব্রীজটি একনেকে পাশ হয়েছে। আগামী ডিসেম্বর মাসে ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হতে পারে। ডিসেম্বরে না হলে আগামী জানুয়ারী মাসে এই ব্রীজের কাজ শুরু হবে। বোদা ও দেবীগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবি পুরণে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার দেশে যে উন্নয়ন পরিচালনা করছেন সেই সুবাদে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশে সেবা করার সুয়োগ দিবেন বলে তিনি জানান।
তিনি নৌকা ডুবির ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক ও মর্মান্তিক উল্লেখ্য করে বলেন ,এ রকম ঘটনা কারো কাম্য নয়। এ ঘটনায় যা ক্ষতি হয়েছে তা কারো পক্ষে পুরণ করা সম্ভব নয়। তিনি নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ধৈয্য ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাড়েয়া মানমহাট ইউনিয়ন পরিষদ চত্বরে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুল রহমান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর ডিআইজি আবদুল আলিম মাহমুদ বিপিএম।
এ সময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার এমএস সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনোয়ার শাহাদাত স¤্রাট,বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.ফারুক আলম, বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন,বোদা পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রেলপথমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুল রহমান এমপি নৌকাডুবিতে নিহত ৬৯ জন ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
Array