শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে নানান ভাবে। গত মঙ্গলবার বুবলীর ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে। আর তাকে ঘিরে চলছে নানা গুঞ্জন । সিনেমাপাড়ায় যে গুঞ্জন আছে, কন্যা সন্তানের মা হয়েছেন এই চিত্রনায়িকা। আর সেটি হয়েছে বছর কয়েক আগে। আর সে সময়ের ‘বেবি বাম্প’-এর ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলী। কিন্তু কি কারনে এতদিন পর সামনে নিয়ে আসলেন তা কেউ বলতে পারছেন না । নাকি শাকিবের উপর রাগ হয়ে তিনি এসব করছেন ।
বুবলীর একাধিক ঘনিষ্ঠসূ বলেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান বলে স্বীকার করেন।তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেন নি তিনি । জানা যায় ছেলের নাম শাকিবের নামের সাথে মিলিয়ে শেহজাদ খান রাখা হয়েছে। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে বলে সূত্র নিশ্চিত করেন । আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। তবে কি ২০২০ সালেই তার জন্ম ।
নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন বলেন, যুক্তরাষ্ট্রে বুবলীর ছেলে হয়েছে। যখন বুবলী আড়ালে ছিলেন, তখনই তিনি মা হয়েছেন। বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ।কিন্তু কি কারনে এতদিন সামনে আসেন নাই তা তার জানা নাই । তবে কি শাকিব-অপুর মিল হচ্ছে এমন কথায় তিনি সব সামনে নিয়ে আসেন এমন প্রশ্ন করছে তার অনেক ভক্তরা ।
খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র থাকা বাংলাদেশের মডেল-অভিনেত্রী নওশীন নাহরীন মৌ সেসময় বুবলীর পাশে ছিলেন আর বুবলীর জন্য সবকিছু করেছেন । আর বুবলী ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, শাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশীনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল-অভিনেত্রী।
Array