বর্তমান সময়ে আলোচিত গটনা হচ্ছে অভিনেত্রী শবনম বুবলীর মা হওয়ার । এটি নিয়ে সামাজিক মাধ্যমে ভাসছে নানান কথা । অবাক করার মত কথা হলো , ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সন্তানের মা হয়েছেন তিনি। অনেকে মনে করেন তার স্বামী হলো শাকিব খান । তবে দুজনেই সবসময় বিষয়টি অস্বীকার করে গেছেন।
গত মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর শাকিব খানের ছেলের জন্মদিনে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন বুবলী। এতে করেই সবার নজর কাড়েন তিনি ।বুবলী তার ছবির ক্যাপশনে যা লিখেছেন , ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’ ক্যাপশন থেকে অনুমেয় যে, কয়েকবছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। তাহলে কি হতে পারে সেটার অপেক্ষা সবার ।
এ বিষয়ে বুবলী জানান, বেবি বাম্প প্রসঙ্গে তিনি খুব শিগগিরই সবাইকে সব কিছু জানাবেন। যেহেতু এই ইস্যুটা খুব সেনসিটিভ, তাই সবকিছু না জেনে ভুল ব্যখ্যা না দেওয়ার অনুরোধ তার। কয়েকদিনের মধ্যে সবকিছু জানবেন বলেও উল্লেখ করেন তিনি।
বুবলী আরও বলেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যখ্যা রয়েছে। সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’ তাই আপনারা সবাই আমাকে কিছুদিন সময় দেবেন ।
সবার একটাই প্রশ্ন তাহলে কি ২০২০ সালে এ ঘটনা ঘটে নাকি অন্য সময় । ২০২০ সালে তিনি দীর্ঘ ১১ মাস উধাও ছিলেন । আর তখন কোথায় ছিলেন এটা কেউ বলতে পারে না । তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট। আবার কেউ কেউ নবজাতকের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সবার আঙুল শাকিব খানের দিকে। আর কে সন্তানের বাবা এটা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ।
Array