এফ.জে ওমর, নিজেস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটি ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক সপ্তাহের মধ্যে সারাদেশে ৭৬ হাজার চারা রোপণ করা হবে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন উপজেলা ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্লাহ,উপজেলা ছাত্রলীগ সভাপতি এমামুল হক ইমরান, সাধারন সম্পাদক মাহবুব আলম,সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সবুজ, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিঠু,পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক নিপু মাদবর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সীমান্ত সজিব, সহ সভাপতি ইকবাল বাঘা, যুগ্ম সাধারন সম্পাদক রায়হান আহমেদ রাব্বি,কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তামজিদ মাহমুদ লিখনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এফ.জে ওমর/আ.বা;
Array