ajkalerbarta
27th Sep 2022 6:46 pm | অনলাইন সংস্করণ
পঞ্চগড় বোদা উপজেলায় করতোয়ায় নৌকাডুবির ঘটনায় স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত ৬৮ মরদেহ উদ্ধার করেছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার উদ্ধার হয় নৌকাডুবির ঘটনায় নিহত আরও ১৮ জনের মরদেহ।
আজ বুধবার ভোর হতে আবারও উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) ঘটনার দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার হয়। আর ঘটনার দিন রোববার ((২৫ সেপ্টেম্বর) উদ্ধার হয় ২৫টি লাশ।
মঙ্গলবার রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও চারজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
Array