ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে কৃষকদের যুদ্ধক্ষেত্রে পাঠাতে যাচ্ছে রাশিয়া।
গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন। পুতিনের এই সিদ্ধান্তের ফলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুতিন বলেছেন, ‘আমি আঞ্চলিক প্রধান এবং কৃষি উদ্যোগের প্রধানদেরও সম্বোধন করতে চাই। আংশিক সংহতির অংশ হিসাবে কৃষি কর্মীদেরও খসড়া তালিকা তৈরি করা হচ্ছে। তাদের পরিবারগুলিকে অবশ্যই সমর্থন দিতে হবে। আমি আপনাদের এই বিষয়ে বিশেষ মনোযোগ দিতে বলছি।’
ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্য গত বুধবার রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা ভবিষ্যতে সেনাবাহিনীর প্রয়োজনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন সেই সব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে। সব মিলিয়ে প্রায় তিন লাখ লোককে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ডাকা হতে পারে।
Array