মেহেদী হাসান মিরাজের ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংসের পর তাসকিন আহমেদ-এবাদত হোসেন এবং মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে, আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে টাইগাররা।
দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তোলে টাইগাররা। জবাবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ লড়াই করলেও ৫ উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি আমিরাত শিবির।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে এদিন সাত ব্যাটসম্যানের সবাই এক শ’র অধিক স্ট্রাইক রেটে ডাবল ডিজিটে পৌঁছান। যার মধ্যে সর্বোচ্চ ৪৬ রান আসে মেক শিফটি ওপেনার মিরাজের ব্যাট থেকে।
আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ রানের টি-টোয়েন্টি ইনিংস খেললেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে মোসাদ্দেকের ব্যাট থেকে। এ ছাড়াও লিটন ২৫, ইয়াসির ২১, সোহান ১৯, আফিফ ১৮ ও সাব্বির ১২ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপে শুরুতে দারুণ চাপে পড়ে আমিরাতের ব্যাটসম্যানরা। ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারের পর্যায়ে চলে যায়। সেখান থেকে অধিনায়ক রিজওয়ান ও বাসিল হামিদ ৯০ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যান। যদিও সেটি যথেষ্ট ছিল না।
বাসিল করেন ৪২ রান। অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে আসে অপরাজিত ৫১ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে তাসকিন ছিলেন অসাধারণ। ৪ ওভারে ২ উইকেট নিয়েছেন মাত্র ২২ রানে। এ ছাড়াও এবাদত ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে নেন ১ উইকেট। মোসাদ্দেক ২ ওভারে ২ উইকেট নেন ৮ রানের বিনিময়ে।
Array