নিজস্ব প্রতিবেদক:
ইডেন কলেজ ও কলেজের হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পর এমন ঘোষণা এলো।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থীদের এ তথ্য জানান।
শিক্ষার্থীরা জানান, ঈদ ব্যতীত সকল বন্ধের সময় শুধু কলেজ বন্ধ হতো। তবে, এবার কলেজ হোস্টেলসহ বন্ধ দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও কলেজের হল বন্ধ থাকবে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আগে পূজার মধ্যে কখনও কলেজ- হোস্টেল বন্ধ থাকতো না। কিন্তু এবার ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
যদিও এই বিষয়ে বঙ্গমাতা ফলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার বলেন, পূজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সাথে অন্য কোন কিছুর সম্পর্ক নাই। বন্ধের সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।
এফ.জে ওমর / আ.বাArray