যুদ্ধের অবসান করতে প্রধানমন্ত্রীর ছয় দফা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনে যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে বৈশ্বিক সংহতির প্রয়োজনীয়তার ওপর জোরদার আরোপ করে বলেছেন, যুদ্ধ অর্থনীতি বিপর্যস্ত সংঘটিত করছে। করোনাভাইরাস কাটিয়ে ওঠা ও এসডিজি বাস্তবায়ন করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে।
বুধবার ২১ সেপ্টেম্বর গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নদের সাথে জাতিসংঘ মহাসচিবের গোলটেবিল অলোচনা যুদ্ধের অবসান করতে ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের এই রক্তক্ষয়ী এবং বিপর্যয়কর সংকটের অবসানের উপায় খুঁজে বাহির করতে হবে। বিভিন্ন নিষেধাজ্ঞা , পাল্টা নিষেধাজ্ঞা সারাবিশ্বে মানুষকে গভীরভাবে আঘাত হেনেছে, বিশেষ করে সরাসরি সংঘাতের সংশ্লিষ্ট দেশগুলো এবং উন্নয়নশীল ও স্বল্পোন্নত বিশ্বের মানুষকে অধিক আঘাত করছে।
‘ইউক্রেনের যুদ্ধের অব্যাহত ও প্রসারণশীল প্রভাব এবং যুগপৎ অন্যান্য সংকট আমাদের সমাজ ও অর্থনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করেছে, বিশেষ করে এটি উন্নয়নশীল দেশগুলো এবং আমাদের করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রচেষ্টা ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক নতুন চ্যালেঞ্জ যুক্ত করেছে।’
শেখ হাসিনা আরোও বলেন, তবু কোনো একক দেশ একা এতসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ও বৈশ্বিক সংহতি। আমি এ বিষয়ে কয়েকটি সুনির্দিষ্ট চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
Array