ajkalerbarta
21st Sep 2022 2:09 pm | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্থায়ী ঘর পাচ্ছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী গোলকিপার রপনা চাকমা। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রুপনা চাকমার ঘর তৈরি করে দেয়ার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান জানান, আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান। নির্দেশনা অনুযায়ী আশাকরি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবো। আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী গোলকিপার রুপনা চাকমা। সেই সাথে টুর্নামেন্ট সেরা গোলকিপারও বাংলাদেশের এ গোলরক্ষক।
Array