জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকার রঙে নিজেদের বাড়ি রাঙিয়েছেন ফুটবল সুপারস্টার লিওনের মেসি ও নেইমার দ্য সিলভা সন্তোসের দুই ভক্ত। তাও আবার একই গ্রামে। অনেকেই ভিড় করেছেন বাড়ি দুটি এক নজর দেখার।
দুই ভক্ত হলেন—ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা পূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিনহাজ ইসলাম এবং একই এলকার বাদশা আলমের ছেলে শামীম হাসান। মিনহাজ ইসলামপুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি প্রতিিবেশী শামীম হাসানের দেখা দেখি তার বাড়িকে রাঙিয়েছেন ব্রাজিলের পতাকা দিয়ে। তিনি বলেন,প্রতিবেশী শামীম হাসান যেমন মেসি ও আর্জেন্টিনার ভক্ত, তেমনি তিনিও নেইমার ও ব্রাজিলের ভক্ত। তাই তিনি বাড়িকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে তোলেন।
শামীম হাসান জানান, ছোটকাল থেকেই তিনি মেসির ভক্ত। পড়াশোনার পাশাপাশি একটি দোকান পরিচালনা করেন। সেই দোকানের জমানো টাকা থেকেই গত তিন মাস আগে তার বাড়িকে রাঙিয়েছে আর্জেন্টির পতাকা আদলে। যার মাঝখানে রয়েছে মেসির ছবি। ছবির একপাশে রয়েছে মাতৃভূমি বাংলাদেশের পতাকাও। তার দেখাদেখি মিনহাজ নামের তার এক প্রতিবেশী তার বাড়িকে রাঙিয়েছেন তার পছেন্দের দেশ ব্রজিলের পতাকার আদলে।
Array