ajkalerbarta
18th Sep 2022 5:27 pm | অনলাইন সংস্করণ
ক্রিকেটার তাসকিন আহমেদ পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেলেন । গতকাল শনিবার রাতে ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন এ পেসার। আজ রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ একটি লেখা পোস্ট করেন বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।
ক্যাপশনে তাসকিন লেখেন,‘পৃথিবীর সকল মুসলিম ভাই-বোন কে আল্লাহ তা’আলা তাঁর পবিত্র মক্কা-মদিনায় বারবার হাজির হয়ে ঈমান আমলকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন। আমিন!!’
জানা গেছে আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফিরবেন তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর ২২ তারিখ দুবাইয়ের বিমান ধরবেন জাতীয় দলের সঙ্গে। দুবাই পৌঁছে ২৫ এবং ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
Array