সাদা পোশাকে আর দেখা যাবে না রুবেল হোসেনকে। জাতীয় দলের প্রেসার রুবেল হোসেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবসরের বিষয়টি একটি গণমাধ্যমে স্বাক্ষাৎকারে জানান তিনি।
নিজের সিদ্ধান্ত এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন রুবেল। তিনি বলেন, প্রথম শ্রেণির ক্রিকেট বলতে আসলে আমি টেস্ট আর খেলবো না। চারদিনের খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এজন্য প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কোনও মানে নেই। আমার পরিবর্তে নতুন একজন পেসার সুযোগ পেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুবেল বলেন, অনেক বছর ধরে ক্রিকেট খেলছি তাই আমার শরীরের একটা বিষয় আছে। সবকিছুই আসলে বিবেচনা করছি। চিন্তা করছি টেস্ট ম্যাচ খেললে ইনজুরিতে পড়ে যাবো। টেস্ট খেলার জন্য তো ফিটনেসও লাগে। এগুলো সবই বিবেচনা করছি। চারদিনের বিসিএল বা এনসিএল না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুটি ফরম্যাটেই মূল মনোযোগ রাখতে চাচ্ছি।
Array