ajkalerbarta
17th Sep 2022 6:25 am | অনলাইন সংস্করণ
তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৪০) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় শম্ভুপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ী’র ওবাদুল কালু’র ছেলে। নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আ: রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি টাক দিতে যায়। এ সময় হঠাৎ ঝর বৃষ্টি শুরু হয়। ওই সময় বজ্রপাতে আ: রাজ্জাক গুরুত্বর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান,বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।