ajkalerbarta
14th Sep 2022 12:45 pm | অনলাইন সংস্করণ
আজ বুধবার পল্লীবন্ধুপুত্র ও রংপুর ৩ সদর আসনের এমপি রাহগির আল মাহি সাদকে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে। বুধবার ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ।
ট্রাস্টের প্যাডে তাঁর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদ এমপি’র ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি কে “হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট” এর সদস্য পদে অন্তর্ভুক্ত ও করা হয় ১৪ সেপ্টেম্বর হতে কার্যকর হবে।
Array