বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার বাবুগঞ্জের এতিহ্যবাহী দুর্গা সাগর দিঘি থেকে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ বড়শি দিয়ে শিকার করেছে সৌখিন মৎস্য শিকারী।
রবিবার রাতে মাছটি শিকার করা হয় বলে সৌখিন মৎস্য শিকারী মো. কামরুজ্জামান লিখন জানিয়েছেন।
বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডেও ইছাকাঠি সড়ক এলাকার বাসিন্দা লিখন জানান, ৫ হাজার টাকার টিকিট মূল্যে গত বৃহস্পতিবার থেকে দিঘিতে চারটি ছিপের বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল রাত ৯টার সময় বড়শিতে মাছটি বাধলে রাত ১১টার দিকে বিশাল সাইজের কাতল মাছটি বড়শিতে ধরা পড়ে। প্রায় আড়াই ঘন্টা চেস্টার পেও মাছটি ডাঙ্গায় তুলতে সমর্থ এই সৌখিন মৎস্য শিকারী।
লিখন আরো জানান, মাছটি এক নজর দেখতে উৎসুক জনতার ভীর হয়ে যায়। এছাড়াও তাদেও বড়শিতে আরও কয়েকটি বড় সাইজের ব্রিগেট মাছ ধরা পরে।
তিনি বলেন,বরিশাল জেলা প্রশাসনের মালিকনাধীন দিঘিতে টিকিটের বিনিময়ে যে কেউ মৎস্য শিকার করতে পারে। দিঘি এলাকায় অফিস থেকে ৫ হাজার টাকার মুল্যে টিকিট সংগ্রহ কেও মাছ শিকার করা যায় বলে জানিয়েছেন তিনি।