দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভা কক্ষে আয়োজিত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ স¤পাদক মুশফিকুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মো. মানিক রতন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবহণ শ্রমিক, শিক্ষার্থী, এনজিও কর্মীসহ গণমাধ্যমকমীর্রা উপস্থিত ছিলেন।
Array