আজকালের বার্তা শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে “মুক্তালয় নাট্যাঙ্গন” এর স্বল্প দৈর্ঘ্য নাটক “ঘুন” এবং “চতুর ভোলা” অভিনিত হলো ০৯ ও ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখ দুই দিন। “নাটক যাবে দর্শকের কাছে” এই আয়োজনে মুক্তালয় নাট্যাঙ্গন মঞ্চ নাটক নিয়ে দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। এর আগে ঢাকার শনির আখড়া, দনিয়া, মাতুয়াইল, মগবাজারে নাটক মঞ্চায়ন করে মুক্তালয় নাট্যাঙ্গন। এবারে শরীয়তপুর। ০৯ এবং ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখ শরীয়তপুরে দুই দিনের সফরে এসে প্রথম দিনে দুটি নাটক মঞ্চায়ন করেছে আঙ্গারিয়া বেড়ি বাঁধ খোলা চত্বরে এবং দ্বিতীয় দিন চৌরঙ্গী বঙ্গবন্ধু চত্বরে। মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার, নির্দেশক, অভিনয় প্রশিক্ষক আমিনুল হক আমীন রচিত ও নির্দেশিত স্বল্প দৈর্ঘ্য নাটক “ঘুন” এবং “চতুর ভোলা”। দলের অভিনয় শিল্পীরা হলেন মঞ্চ, টেলিভিশন, বেতার, চলচ্চিত্রের বিশিষ্ট সিনিয়র অভিনয় শিল্পী রীনা রহমানসহ আমিনুল হক আমীন, শেফালী কুসুম, ফারহান মৃধা সাব্বির, ইমন গমেজ, আমিরুল লিপন এবং নবাগতা আফসানা সেতু। সাউন্ড প্রদীপ কৈরী এবং মেক আপ আর্টিস্ট রেবতী দাস।।
Array