আজ সকালে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল পাঁচ দফা দাবীতে নব নির্বাচিত ডেপুটি স্পিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ শামসুল হক টুকুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে।
এ সময় কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কার্তিক সরকার সহ সভাপতি সাইফুল ইসলাম শাহীন সাধারন সম্পাদক সোলায়মান হোসেন প্রমাণিক সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী যুগ্ন সম্পাদক রেজাউল আলম সহ সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ।সংগঠনের নেতারা দ্রুত সময়ে এমপিও ভুক্ত কর্মচারীদের পাঁচদফা দাবী মেনে নেওয়ার জন্য আহবান জানান।
ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ শামসুল হক টুকু বলেন আপনার দাবি যুক্তিক দাবী পূরনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।কর্মচারীদের পাঁচদফা দাবি হল তৃতীয় শ্রেণি কর্মচারীদের ১১ গ্রেডে বেতন দিতে হবে।পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা দিতে হবে।শিক্ষামন্ত্রালয়ের প্রণীত চাকুরীবিধি ২০১২ দ্রূত বাস্তবায়ন প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে একজন কর্মচারী সদস্য রাখার জন্য ব্যবস্থা করতে হবে।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞাতার ভিত্তিতে দ্রূত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন করতে হবে।এর আগে ইত্যিমধ্যে কেন্দ্রীয় নেতারা এ দাবী আদায়ে জেলা শিক্ষা অফিসার,জেলা প্রশাসক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদ্তরের মহাপরিচালক জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে।নেতারা বলেন দ্রূত সমাধান না হলে তারা রাজপথে আন্দোলনের ডাক দিবেন।কর্মচারী নেতারা দাবী আদায়ে গত মে মাসের ১৫ তারিখে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছিল।দ্রূত সরকারকে কর্মচারীদের দাবী মেনে নেওয়ার আহবান জানানো হয়।
Array