আর দুই-একবার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলে সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রথমবার এমপিওভুক্তির সময় অনেকে ভেবেছেন মন্ত্রীরা এমপিরা বলবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে যাবে। কিন্তু সেরকমটা হয়নি নিয়ম অনুযায়ী হয়েছেন। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বুঝতে পেরেছে আমাকে ক্রাইটেরিয়া অনুযায়ী এমপিওভুক্ত হতে হবে। সেজন্য এবারও এতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আমি আশা করি. আর একবার দু’বার হলে হয়তো এমপিও প্রক্রিয়ায় আর যেতেই হবে না সবাই (সব ননএমপিও প্রতিষ্ঠান) এর মধ্য (এমপিওর আওতায়) এসে যাবে।
এমপিওভুক্ত হতে আপিল করা প্রতিষ্ঠানের ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী।
Array