রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর সাথে ফোনালাপের রেকর্ড অস্ত্র হিসেবে ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গত ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে রাজশাহী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শামসুজ্জোহাকে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়। কিন্তু তিনি আজ রাজশাহী শিক্ষা বোর্ডে যোগদান করতে গেলে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমানের অযাচিত হস্তক্ষেপে তাকে যোগদান করতে দেওয়া হয়নি। এসময়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুজ্জোহাকে মন্ত্রীর সাথে ফোনালাপের অডিও রেকর্ড শুনিয়ে বলেন, আমাকে মন্ত্রী মহোদয় ডেকেছেন এজন্য যে, আমার পছন্দমত পরিদর্শক নিয়োজিত করা হবে। সংশ্লিষ্ট বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের এই ফোনালাপের অজুহাতে নানাভাবে ভয়-ভীতিসহ প্রভাবিত করার পাইতাড়া মারছেন। তিনি এই ফোনালাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, “শিক্ষামন্ত্রণালয়ের ২৮ আগস্টের প্রজ্ঞাপনে কলেজ পরিদর্শক পদে যে কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তা বোর্ড চেয়ারম্যানের পছন্দসই না হওয়ায় শিক্ষামন্ত্রীর সাথে বোর্ড চেয়ারম্যান এবিষয়ে মুঠোফোনে কথা বলেন। মন্ত্রীকে তিনি বলেন, তার পছন্দের লোককে নিয়োগ প্রদান করতে। কেননা নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বোর্ড চেয়ারম্যানের পছন্দ হয় নি। পরে শিক্ষামন্ত্রী প্রফেসর মোঃ হাবিবুর রহমানকে আগামীকাল ৩০ আগস্ট দেখা করার জন্য বলেন। এমন একটি অডিও শুনিয়ে হাবিবুর রহমান বলেছেন শিক্ষামন্ত্রী আমার কাছের লোক, আমার যাকে পছন্দ হবে না তারা এখানে থাকতে পারবে না।”
এবিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি তা রিসিভ করেন নি। তার ফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলে তারও কোন উত্তর পাওয়া যায় নি।
এবিষয়ে অনুসন্ধান চলছে।
Array