আর কিছু সময়ের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উন্মাদনার শেষ নেই।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মাঠে বসে যারা দেখার সুযোগ পেয়েছেন তারা নিজেদের সৌভাগ্যবান বলতেই পারেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা মোটে ২৫ হাজার। বাকিদের টিভি বা অনলাইনে ভিডিও স্ট্রিমিং ছাড়া খেলা দেখার উপায় নেই।
ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা টিভিতে এ ম্যাচ দেখবেন পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ মানুষ। যেখানে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয়েছে ভারতীয় মুদ্রায় ২০ লাখ রুপিতে।
শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন ২০ কোটির বেশি মানুষ, যা এযাবৎকালের কোনো ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ।
এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ওয়াচটাইম ছিল ৩০.৪ বিলিয়ন মিনিট। টি-টোয়েন্টিতেও ওয়াচটাইম রেকর্ডে শীর্ষে এই দুই দলের ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভারত–পাকিস্তান ম্যাচের ওয়াচটাইম ছিল ২২ বিলিয়ন মিনিটের মতো। ধারণা করা হচ্ছে- এবার ভেঙে যাবে অতীতের সব রেকর্ডই।
টি-টোয়েন্টির একটা ক্রিকেট ম্যাচে ১০ সেকেন্ড স্লট ধরে, ১৫০ থেকে ২ হাজার সেকেন্ড পর্যন্ত বিজ্ঞাপনের স্লট বিক্রি করা যায়। কিন্তু ভারত-পাকিস্তান এই ম্যাচে বিক্রি হয়ে গেছে আড়াই হাজার সেকেন্ড স্লট! সেটাও ম্যাচের বিরতির সময়টা (স্ট্র্যাটিজিক টাইমআউট) ছাড়াই। যে স্লট প্রতি ১০ সেকেন্ডের জন্য বিক্রি হয়েছে ২০ লাখ রুপিতে!
Array