আজকালের বার্তা বিনোদন ডেস্ক – একের পর এক অগ্রযাত্রায় নিজের প্রতিভার স্ফূরণ ঘটিয়ে চলেছেন তিনি। নিজের একাগ্রতা, অধ্যাবসায় আর প্রচেষ্টার সংমিশ্রণে ধীরেধীরে সফলতার পথে হাঁটতে শুরু করেছেন। বলছি নানামুখী প্রতিভার অধিকারী সময়ের আলোচিত অভিনেতা, মডেল ও উপস্থাপক ইভান সাইর এর কথা। একজন আরজে হিসেবে ছোট্ট জায়গা থেকে শুরু করে আজ মিডিয়া পাড়ায় নিজের পোক্ত একটি অবস্থান তৈরি করে ফেলেছেন ইভান। তবে সবসময় নিজেকে মনেপ্রাণে পুরোদস্তুর অভিনয়শিল্পী হিসেবে ভাবতেই ভালোবাসেন অত্যন্ত লাজুক, শান্তশিষ্ট, অমায়িক মিশুক মনের এই আগামীর সম্ভাবনাময় তারকা অভিনেতা। একের পর এক নাটকে নিজের অনবদ্য অভিনয় দিয়ে দর্শক শ্রোতাদের প্রশংসাই শুধু অর্জন করেননি, নির্মাতাদের কাছেও অভিনেতা হিসেবে দারুণ আস্থা তৈরি করে নিয়েছেন ইভান। তবে তাকে একদমই প্রচারবিমুখ বললে একটুও ভুল হবেনা। কারণ, মিডিয়ায় নিজের ঢোল নিজেই পেটানো লোকের অভাব নেই। সেই তুলনায় ইভান একেবারেই মূদ্রার উল্টো পিঠে বাস করেন। নিজের প্রচারণা নিয়ে সবসময় আড়ালে থাকতেই যেন পছন্দ করেন তিনি। এক্ষেত্রে তার বিশ্বাস তিনি যেভাবে মনোযোগ দিয়ে কাজের মধ্যে ডুবে আছেন, একদিন এই কাজগুলো অবশ্যই সবার চোখে পরবে। আর কাজের গ্রহণযোগ্যতা থাকলে দর্শক শ্রোতারা কখনোই তাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না। একমাত্র কাজের মাধ্যমেই নিজের নাম প্রতিষ্ঠিত করতে চান ইভান সাইর। এদিকে, নতুন উদ্যোমে শুরু হতে যাওয়া দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক কালবেলা’তে ব্রান্ড ম্যানেজার হিসেবে যোগদান করলেন ইভান সাইর। সম্মানজনক এই দায়িত্ব পেয়ে ইভান এর অনুভূতি জানতে চাইলে তিনি বললেন ‘এমন একটি দায়িত্ব আমার জন্য চ্যালেঞ্জের এবং সম্মানের। দৈনিক কালবেলা পরিবার বাংলাদেশের গণমাধ্যমের এই মুহূর্তে বাছাইকৃত শ্রেষ্ঠ মানুষদের নিয়ে গড়া একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম। তাঁদের সাথে এমন একটি নামকে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয় বলে আমি মনে করি।’ এছাড়া ইভান সাইর নিশ্চিত করেন যে, তিনি নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন এবং যাবেন। পাশাপাশি মডেলিং এবং উপস্থাপনাও। বর্তমানে তার হাতে আছে বেশ কিছু খন্ড নাটক এবং একটি ধারাবাহিক নাটকের কাজ। যা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শীঘ্রই। আসন্ন কাজের পরিকল্পনা প্রসঙ্গে ইভান জানালেন, ‘এবার সময় নিয়ে, ভালো গল্প ও চরিত্র নির্বাচন করে কাজ করার সুযোগ আরো বাড়বে ইনশাল্লাহ। কখনোই আমি জোয়ারে গা ভাসাতে চাইনি বা চাইবোও না।’ সম্প্রতি নোকিয়া মোবাইল ফোনের ওভিসিতে মডেল হয়েছেন সময়ের চাহিদাসম্পন্ন এই অভিনেতা। মিডিয়া ইন্ডাস্ট্রিতে এর মধ্যেই মানসম্মত কাজের জন্য আলাদা একটি গ্রহনযোগ্যতা অর্জন করে ফেলেছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন আরো বড় পরিসরের। প্রসঙ্গত, প্রতিথযশা সাংবাদিক আবেদ খানের সম্পাদনায় ‘দৈনিক কালবেলা’ আসছে সেপ্টেম্বরেই বাজারে আসবে বলে জানা গেছে। একই সাথে কালবেলা অনলাইনও বিশাল সম্ভার নিয়ে হাজির হচ্ছে।
Array