আজকালের বার্তা অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে এক পৌর-কমিশনার নিজের এবং ছেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহঃবার বেলা ১১টায় বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে ৬নং ওয়ার্ড কমিশনার শাহআলম ভেবল এই সাংবাদিক সম্মেলন করেন।এসময় জামিনে থাকা মামলার ১নং আসামী পৌর যুবলীগের সভাপতি রাফাত আলম শাওন, এস এম পারভেজ বুলবুল, আঃ হক মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সন্মেলনে শাহআলম ভেবল তার লিখিত বক্তব্যে বলেন, তোফায়েল আহমেদ বেনু এবং তার ছেলেরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক মামলায় তাদেরকে ইতিপূর্বে বেশ কয়েকবার বাসাইল থানায় নেয়া হয়েছে। মুচলেকা দিয়ে তারা এখন বাইরে। মাদক বিক্রির টাকা নিয়ে এর আগে সে এবং তার ছেলে স্থানীয় কিছু ছেলেকে মারধর করে। এর জেরধরেই ৫ জুলাই রাতে ফুলকী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন থেকে ফেরার পথে তাদের উপর হওয়া মামলায় আমাদেরকে চক্রান্তমূলক ভাবে আসামী করেছে। মূলত এলাকায় এবং মাদকের বিভিন্ন ঘটনায় প্রতিবেশী এবং আত্নীয় হওয়ার সুবাদে একজন নিবার্চিত কমিশনার হয়েও আমি কেন তাদেরকে সহযোগীতা করছি না? আমি জনগনের কমিশনার, কোনদিনই আমি মাদক কারবারীদের সাথে নেই। আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাচ্ছি।
Array