আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:
ঝালকাঠির উদেয়মান লেখক ও কবি লিটন তালুকদার কবিতা সংকলন নিয়ে প্রকাশিত “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ” শীর্ষক কাব্য গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উম্মেচন করা হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ-বিদ্রোহ, মানব বিধ্বংসী অস্ত্রের আঘাতে ঝড়ছে তাজা প্রাণ, রক্তাক্ত হচ্ছে পৃথিবীর জমিন, বিপর্যস্থ মানবতাকে প্রতিপাদ্য করে লেখা হয়েছে “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ” গ্রস্থটি। মঙ্গলবার সকাল ১১টায় আমিনুল ইসলাম লিটন তালুকদার রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থটির মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার।
পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হুমায়ুন কবীর সাগর, আব্দুল কুদ্দুস
হাওলাদার, হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী মহসিন রেজা, নাজমুল হাসান প্রমুখ।
মোড়ক উন্মেচন শেষে লেখক ও কবি আমিনুল ইসলাম লিটন তালুকদার তার প্রতিক্রিয়ায় জানান, সফেদ ক্যানভাসে রক্তের ছোপ বইটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কবিতার মাধ্যমে রাগ ক্ষোভ, প্রতিবাদ, ভালোবাসা আর মানবতা সবকিছুই ফুটিয়ে তোলা সম্ভব। কবিতার মাধ্যমে মানুষের বিবেককে নাড়া দেয়াই আমার রচিত কবিতাগুলোর মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, মহানশ্রষ্টা আমাদের একটি নিষ্কলুষ বাসযোগ্য পৃথিবী দিয়েছেন। অথচ আমরা নিজেদের কায়েমী স্বার্থে দেশ-দেশে, মানুষে-মানুষে যুদ্ধের মাধ্যমে রক্তের বন্যা বইয়ে দিচ্ছি। সৃষ্টিকর্তার দেয়া সফেদ শুভ্র ক্যানভাসকে আমরা অক্ষত রাখতে পারিনি। যা আমার হৃদয়ে আঘাত করে। সেই রক্তক্ষরন থেকেই আমার কাব্য গ্রস্থটি রচনা। তাই তো আমার আকুতী “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ লাগিয়েছো হে নরাধম, জাহান্নামে কাটিবে তোমার পরজনম।”
Array