জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ফালার আঘাতে দুই সহোদর ভাই নিহত হয়েছে।নিপহতের পরিবারের লোকজন জানায়, সম্প্রতি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দুই পক্ষের টাকা লেনদেন নিয়ে মোরগ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মোজাম্মেল ও নবনির্বাচিত ফুটবল প্রতীকের ইউপি সদস্য আ: সালামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে মোজাম্মেলের স্বজন ইমরানের কাছে পাওনা টাকা চাইতে যায় নিহত হইবরের ছেলের ফকরুল। এ সময় টাকা না দিয়ে ইমরান(১৮) সটকে পড়ে। এর পর ইমরানের চাচা ফকির(৪০) তার লোকজন নিয়ে প্রতিপক্ষের উপর দা, ফালা নিয়ে হামলা করে। হামলায় ফালার আঘাতে ফকরুলের পিতা হইবর(৪০) ও চাচা সুলাইমান(৩৫) নিহত হয় এবং ফকরুল(২৫), বাবু(২২), শাকিব(১৮), নান্দা(৪০), শাজাহান(২৮) নামে ৫জন গুরুতর আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনায় নিহত পরিবারে শোকের মাতম চলওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
Array