আবু নাসের খাঁন (পলাশ):
দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ নানা আয়োজনে কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এবং সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি আয়োজন করে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লা থেকে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত হন কুমিল্লার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাগণ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গমাতারা জীবন ও জীবনী নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিয়ষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন।
এসময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আওয়ামীলী নেতা আলহাজ্ব ইলিয়াস মিয়া, সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি দত্তসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় মসজিদের খতিব মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহিম। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Array