ajkalerbarta
05th Aug 2022 4:00 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক প্রতিবেদক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছে দেশটির নির্বাচন কমিশন। ডনের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ তহবিল মামলায় আগামী ২৩ আগস্ট ইমরান খানকে নির্বাচন কমিশনে হাজির হতে বলা হয়েছে।
গত সপ্তাহে পাকিস্তানের নির্বাচন কমিশন রায় দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বিদেশ থেকে যে তহবিল গ্রহণ করেছে যা নিষিদ্ধ।
পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০৬ সালের রাজনৈতিক বিধানের ৬ নং ধারা অনুসারে, মামলাটি শুনানির জন্য আগামী ২৩ আগস্ট সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া পৃথক এক নোটিশে ইমরান খানকে ‘অযোগ্য ঘোষণা’ করা নিয়ে কমিশনে করা আবেদনের শুনানি আগামী ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
তবে নির্বাচন কমিশনের তলব নিয়ে ইমরান খানের দল পিটিআই এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।