ajkalerbarta
02nd Dec 2021 3:06 am | অনলাইন সংস্করণ
প্রিমিয়ার লিগে চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচে সমর্থকের হার্ট অ্যাটাক। ওয়াটফোর্ডের মাঠ ভিকারেজ রোডে ম্যাচের ১২ মিনিটে এই ঘটনা ঘটে। স্বাগতিক দলের অ্যাডাম মেসিনা চোট পেয়ে যখন প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন তখন গ্যালারিতে হইচই শুরু হয়।
খেলা দেখা অবস্থায়ই অসুস্থ হয়ে পড়েছেন এক দর্শক। দুই দলের ক্লাবের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন সেই দর্শককে।
৩০ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে।
শেষ পর্যন্ত ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। প্রথমার্ধে ম্যাসন মাউন্ট ও বিরতির পর হাকিম জিয়েখ চেলসির হয়ে গোল করেন। এ জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল চেলসি।
ওয়াটফোর্ডের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, হার্ট অ্যাটাকের শিকার হওয়া সমর্থক এখন আশঙ্কামুক্ত। চিকিৎসক দল, খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ।
Array