ajkalerbarta 
                            
                    
                                02nd Dec 2021 2:50 am  |  অনলাইন সংস্করণ
                            
                            
                        বিমানবন্দরের নির্বাহী পরিচালককে রিপোর্ট করছেন বোম্ব ডিসপোজাল ইউনিট কর্মকর্তা
বোমা সন্দেহে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা বিদেশি উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি।
বুধবার দিবাগত গভীর রাতে তল্লাশি শেষে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানবন্দরের নির্বাহী পরিচালককে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বুধবার রাতে আকাশে উড্ডয়নরত মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগেই ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়, বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা।
Array
 
  
  
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
