ajkalerbarta
04th Aug 2021 2:03 am | অনলাইন সংস্করণ
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার ২৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এতে দেখা যায়, মঙ্গলবার জেলায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে ৫৫১ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে ২২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।
Array