ajkalerbarta
04th Aug 2021 7:51 am | অনলাইন সংস্করণ
নাক কেটে গিয়ে রক্ত ঝরছে- এরকম ভিডিও শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশনে অমৃতা সিং আর সাইফ আলী খানের উদ্দেশ্যে নায়িকা লেখেন, ‘সরি! মা-বাবা। আমি নাক কেটে ফেলেছি।’
ভিডিওটিতে সারার নাকে ব্যান্ডেজ লাগানো দেখা যাচ্ছে। ধীরে ধীরে ওই ব্যান্ডেজ সরাতেই প্রকাশ্যে আসে নাকের ক্ষত। নাক থেকে রক্ত ঝরছে।
কীভাবে নাক কেটেছে সেই তথ্য অভিনেত্রী জানাননি। নাক কেটে রক্ত ঝরায় বেজায় চিন্তায় তার অনুরাগীরাও। কীভাবে এমনটা হলো কমেন্ট বক্সে জানতে চাচ্ছেন তারা। ভক্তরা নায়িকাকে নিজের খেয়াল রাখার জন্য অনুরোধও করেছেন।
তবে নাক কেটে যাওয়ার ভিডিওটি সারার কারসাজি বলে করছেন অনেকে। তাদের ভাষ্য, মেকআপ করে সারা সবাইকে বোকা বানাচ্ছেন!
Array